চট্টগ্রামসহ সারাদেশে কর্মরত সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন

বশির আহমেদ বান্দরবান জেলা প্রতিনিধি
চট্টগ্রামসহ সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে বান্দরবানের কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন বান্দরবান প্রেসক্লাবের সহ সভাপতি নাছিরুল আলম,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এন এ জাকির,সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, সহ জেলার কর্মরত সাংবাদিকরা।

এসময় মানববন্ধনে বক্তারা বলেন,সাম্প্রতিক সময়ে এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ ও যমুনা টিভির চট্টগ্রাম ব্যুরো রিপোর্টার জোবাইর শাহাদাৎ এর ওপর হামলার ঘটনায় সারাদেশের সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। বক্তারা আরও বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করুন। না হলে দেশজুড়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।