চুরির ঘটনার রহস্য উদঘাটন করলেন বান্দরবান জেলা পুলিশ

বান্দরবান জেলা প্রতিনিধি:
চাঞ্চল্যকর চুরির ঘটনার রহস্য উদ্‌ঘাটন, চোরাই স্বর্ণালংকার উদ্ধার ও আসামি গ্রেফতার। পার্বত্য জেলার বান্দরবানের সদর থানাধীন বালাঘাটা এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে রহস্য উদ্‌ঘাটন, চোরাই স্বর্ণালংকার উদ্ধার ও মূল আসামিকে গ্রেফতার করেছে বান্দরবান জেলা পুলিশ। উদ্ধারকৃত চোরাই স্বর্ণালংকার: মোট ১১ ভরি ০১ আনা ৫ রতি ১ পয়েন্ট স্বর্ণালংকার, যার মধ্যে রয়েছে চুড়ি, চেইন, হার, আংটি, দুল, লকেটসহ বিভিন্ন ধরনের স্বর্ণালংকার।

বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) এর সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর তত্বাবধানে সদর থানার অফিসার ইনচার্জ, অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত পুলিশের একাধিক আভিযানিক টিম ঘটনার মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই মূল আসামিকে গ্রেফতার ও চুরিকৃত স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির ঘটনাটি স্বীকার করেছে।