থানচিতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালন

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ শিক্ষকের কন্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ৫ই অক্টোবর ২০২৪ ইংরেজি বান্দরবান জেলার থানচি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দিবসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আছিফ উদ্দিন।

বিশেষ অতিথি থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মোহাম্মদ নিজাম উদ্দিন, থানচি কলেজ অধ্যক্ষ ধমিনিক ত্রিপুরা প্রমুখ।

এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত। ছিলেনএতে সঞ্চালনায় ছিলেন থানচি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছোটন দত্ত।

বক্তারা বলেন থানচি সরকারি উচ্চ বিদ্যালয়, থানচি কলেজসহ বলিপাড়া, তিন্দু রেমাক্রি উচ্চ বিদ্যালয়কে জাতীয়করণ, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ বলেন সকল দিবসে বরাদ্দ থাকলেও শিক্ষক দিবস বরাদ্দ নেই বরাদ্দ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বক্তব্যে তুলে ধরেন,এবং গুনগত শিক্ষা দিতে হলে শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত গুনগত শিক্ষক নিয়োগ দিতে হবে, শিক্ষকদের ও মনমানুসিকতা নিয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকতে হবে, প্রতিটি ডিপার্টমেন্ট নিয়ে কমিশন আছে শিক্ষা ডিপার্টমেন্ট নিয়ে ও একটি কমিশন গঠন হলে ভালো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ আছিফ উদ্দিন বলেন আমিও একজন শিক্ষকের সন্তান আপনাদের জন্য কিছু করতে পারা আমার সৌভাগ্য আপনাদের চাওয়া পাওয়া আমাকে বলবেন আমি আমার পেশাগত দিক দিয়ে কাজ করে যাবো শিক্ষার মান উন্নয়নে।