

মো:শহিদুল ইসলাম(শহীদ), থানচি, বান্দরবান: নেটওয়ার্ক সংযোগ বিহীন ও দুর্ঘম জনপদ থানচি উপজেলার মায়ানমার সীমান্ত এলাকা ইউনিয়ন ১নং রেমাক্রী ইউনিয়নের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দু:স্থ/অসহায়/অন্যান্য দুর্যোগাক্রান্ত/অতিদরিদ্র পরিবারকে উপজেলা দুযোর্গ ব্যবস্থাপনায় ও ত্রাণ মন্ত্রলায়ের সহযোগীতায়,রেমাক্রী ইউনিয়ন পরিষদের সার্বিক আয়োজনে দশকেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
রেমাক্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুইশৈথুই মারমা এর সার্বিক পরিচালনায় ১৪মার্চ ২০২৫ সকাল দশটায় পরিষদ প্রাঙ্গনে সরজমিনে গিয়ে চাউল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আব্দুল্লাহ আল ফয়সাল,সাথে ছিলেন দুযোর্গ ব্যবস্থাপা ও ত্রাণ মন্ত্রণালয় থানচি (পিআইও)মো:মুসফিকুর রাহমান,ট্যাগ অফিসার পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো:জমির উদ্দিন।ইউনিয়ন পরিষদ সদস্য হ্লাথোয়াই প্রু মারমা।
এসময় ১৬০০জন পরিষদের জনসাধারনের মাঝে দশ কেজি করে চাইল প্রদান করেন।