
আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
“সাম্য ও সমতায়—দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা টিটিসি হলরুমে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা ক্যাবুরী মার্মা।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সমবায় অফিসের সহকারী পরিদর্শক সুজন বড়ুয়া।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ কুদরাতি রাব্বি, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল ইসলাম, এসআই মনসুর হোসেন মানিক প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা বক্তব্য রাখেন— নাইক্ষ্যংছড়ি বাজার সমিতির সহ-সভাপতি আবু তাহের, তুমব্রু সিএনজি সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হক, প্রবাসী কল্যাণ সমবায় সমিতির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম, উপদেষ্টা সাংবাদিক আবদুর রশিদ, ডুলুঝিরি এগ্রোফার্ম সমিতির সভাপতি নুরুল আবছার, তুমব্রু বাজার সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, করলিয়া মুরা এগ্রোফার্ম সমিতির উপদেষ্টা জালাল আহমদ প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন— “পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সমবায় সমিতির বিকল্প নেই। সচ্ছতা, জবাবদিহিতা ও একতার মাধ্যমে সমবায়ের শক্তিকে কাজে লাগাতে পারলেই সমাজে টেকসই উন্নয়ন সম্ভব।”
আলোচনা সভা শেষে সমবায় খাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ সমবায় হিসেবে বাইশারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডসহ আরও চারটি সমবায় সমিতিকে সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়।