 
                    
আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান):
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের টিভি টাওয়ার সংলগ্ন একটি রাবার বাগান থেকে আব্দুল শুক্কুর (৩৯) নামে এক রোহিঙ্গা যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত আব্দুল শুক্কুর কক্সবাজারের উখিয়া উপজেলার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প-২ ইস্টের ডি-৪ ব্লকের বাসিন্দা সায়েদ আলমের ছেলে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুল হক বলেন, “মরদেহের পরিচয় নিশ্চিত করা গেছে, তিনি একজন রোহিঙ্গা। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ কোনো অভিযোগ দেয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে।” তিনি আরও জানান, “মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি সবদিক বিবেচনা করে তদন্ত করা হচ্ছে।”
 
                             
               
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                 
                 
                 
                 
                 
                 
                