নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি সদস্যকে হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নায়েক মো. আক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

গত ১২ অক্টোবর বেলা সাড়ে ১২টার দিকে সীমান্ত টহল চলাকালে হঠাৎ স্থল মাইন বিস্ফোরণে তিনি মারাত্মকভাবে আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রামু সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৩ অক্টোবর বিকেল ৪টা ১২ মিনিটে বিজিবির নিজস্ব হেলিকপ্টারযোগে তাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ স্থানান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমদ।

উল্লেখ্য, সীমান্ত এলাকায় দায়িত্ব পালনের সময় আহত এই বিজিবি সদস্যের দ্রুত সুস্থতা কামনা করছেন স্থানীয় বাসিন্দারা। একই সঙ্গে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে দিনরাত সমান তালে কাজ করে যাচ্ছে বিজিবি।