আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। বুধবার (৫ নভেম্বর) ভোররাত আনুমানিক ২টার দিকে বাজারের পূর্ব পার্শ্বে হাফেজখানা সংলগ্ন মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানিয়েছেন, আগুনে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।
ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে— শহিদুল্লাহর মুদি দোকান, জসিম উদ্দীন প্রকাশ কিরণের রাবারের গুদাম, ধলু মিয়ার চায়ের দোকান, নুরুল আলমের কুলিং কর্নার, আবদুর শুক্কুরের ফার্নিচারের দোকান, শহিদুল্লাহর মালামালের গুদাম এবং জসিম উদ্দীনের চাউলের গুদাম।
প্রত্যক্ষদর্শী বাজার প্রহরী হাকিম আলী জানান, তিনি প্রথমে জসিম উদ্দীনের রাবারের গুদামের ভেতরে আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে বাজার কমিটির সভাপতি আবদুল করিম বান্ডুকে বিষয়টি জানালে তিনি মসজিদের মাইকে ঘোষণা দেন। খবর পেয়ে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা দ্রুত আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন।
পরে নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে বড় ধরনের বিপর্যয় থেকে বাজারের শতাধিক দোকান রক্ষা পায়।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনোয়ারুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত থেকে পুলিশের একটি দলসহ আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।
বাজার কমিটির সভাপতি আবদুল করিম বান্ডু জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ফায়ার সার্ভিসের ইনচার্জ শাহিদুল আলম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। এখন পরিস্থিতি স্বাভাবিক।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, “ঘটনাটি আমরা গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা প্রস্তুত করে উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে।”
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/