
আবদুর রশিদ নাইক্ষ্যংছড়িঃ
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষায় সবসময় সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। মাদক, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে ব্যাটালিয়নটি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় গত ০৬ নভেম্বর বৃহস্পতিবার রাত ৯ টায় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) কর্তৃক প্রাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ব্যাটালিয়নের টহল দল নাইক্ষ্যংছড়ি উপজেলার আদর্শগ্রাম স্টিল ব্রিজ সংলগ্ন এলাকা হতে মালিকবিহীন অবস্থায় ৫০ লিটার বাংলা মদ উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃত মদ পরবর্তীতে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে নাইক্ষ্যংছড়ি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে হস্তান্তর করা হয়েছে।
নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন ১১ বিজিবির অধিনায়ক জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কপিল উদ্দিন কায়েস বলেন,
“বিজিবি সবসময় সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি সমাজ থেকে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ দমনে অগ্রণী ভূমিকা পালন করছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা থাকলে সীমান্ত এলাকায় মাদক ও অপরাধ দমন আরও সহজ হবে।”
তিনি আরও যোগ করেন,
“বাংলাদেশ বর্ডার গার্ড শুধু সীমান্ত রক্ষাই নয়, মানবিক সহায়তা ও উন্নয়নমূলক কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সীমান্তে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”