নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ বিজিবি’র উদ্যোগে চিকিৎসা সেবা, শিক্ষা উপকরণ বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থানীয় সীমান্তবাসীদের জন্য চিকিৎসা সেবা, শিক্ষোপকরণ বিতরণ এবং জনসচেতনতামূলক সভার আয়োজন করেছে ১১ বিজিবি।

বুধবার (২৭ আগস্ট) সকালে ১১ বিজিবির অধীনস্থ দোছড়ি বিওপি কর্তৃক আয়োজিত এ মানবিক কার্যক্রমে শত শত স্থানীয় মানুষ উপকৃত হন। কার্যক্রমে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ, খাতা ও কলম বিতরণ করা হয়। পাশাপাশি স্থানীয় ২০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। এ ছাড়া প্রায় ৩৫০ জন শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কায়েস বলেন— “বাংলাদেশ সীমান্তে বিজিবির সদস্যরা নিরলসভাবে দায়িত্ব পালন করছে। বিশেষ করে রোহিঙ্গা অনুপ্রবেশ, চোরাকারবার রোধ এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে।” তিনি আরও বলেন, সম্প্রতি সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে স্থানীয়রা আহত হচ্ছেন। এসব মাইন বসিয়েছে মিয়ানমারের সশস্ত্র একটি বাহিনী। তাই সীমান্তবর্তী এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি এবং কড়া ভাষায় বাংলাদেশি নাগরিকদের সীমান্ত অতিক্রম না করার নির্দেশনা দেন।

এ সময় ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর আশিক ইকবালসহ বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। স্থানীয় জনগণ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ১১ বিজিবির মানবিক কার্যক্রমের প্রশংসা করেন।

সীমান্তবাসীদের জন্য বিজিবির এ উদ্যোগ শুধু মানবিক সহায়তা নয়, বরং সীমান্ত সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির এক কার্যকর পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।