আবদুর রশিদ নাইক্ষ্যংছড়ি বান্দরবান
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দেশের সর্ব দক্ষিণ-পূর্ব সীমান্তে অবস্থিত দূর্গম বাংলাদেশ–মায়ানমার সীমান্ত এলাকায় সদা জাগ্রত ও অতন্দ্র প্রহরী হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করে আসছে।
সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) চোরাচালান, মাদকদ্রব্য পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমন এবং স্থানীয় বেসামরিক জনগণকে মানবিক সহায়তা প্রদানের মাধ্যমে পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
এরই ধারাবাহিকতায় ২৭ নভেম্বর বৃহস্পতিবার নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ মিলেনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত ম্যান্ডেলপাড়ার পাহাড়ী জনগোষ্ঠীর মাঝে ০১ (এক) টি জুমের ধান ভাঙানোর মেশিন বিতরণ করা হয়। এ মেশিনটি পাহাড়ী কৃষকদের দৈনন্দিন পরিশ্রম কমানোর পাশাপাশি জুম চাষ ব্যবস্থার উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।
একই দিনে পংক্রেটপাড়া ও ম্যান্ডেলপাড়ার মুরং সম্প্রদায়ের ৫০ জন অসহায় ও দুঃস্থ পাহাড়ী জনসাধারণের জন্য একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ক্যাম্পেইনে তাদের স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে প্রদান করা হয়।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্ণেল এস কে এম কপিল উদ্দিন কায়েস বলেন— “সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি প্রত্যন্ত এলাকার পাহাড়ী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিজিবির একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। মানবিক সহায়তার মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ মানবিক উদ্যোগে পাহাড়ী জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক সন্তোষ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। স্থানীয়রা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম নিয়মিত চালু রাখার আহ্বান জানান।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/