মো.জয়নাল আবেদীন আলীকদম প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের আলীকদম উপজেলায় পরিবার পরিকল্পনা অধিপ্তরাধীন"পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের (FPI) নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়ন এর দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার কল্যাণ সহকারী (FWA) ও পরিবার পরিকল্পনা পরিদর্শকদের (FPI) অধিকার আদায় পরিষদ।
মঙ্গলবার ২ ডিসেম্বর সকাল ৯টায় থেকে আলীকদম উপজেলা পরিবার ও পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।
কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মমতাজ বেগম, ও পরিবার কল্যাণ সহকারী উমেচিং চাক্, এবং FPI সবুজ ইসলাম তাদের দাবি দাওয়া তুলে ধরে বক্তব্যে রাখেন।
দাবি গুলো হলো"" পরিবার কল্যাণ পরিদর্শিকাদের জন্য সংশোধিত দাবি- গুলো হচ্ছে ১৯৯৬ সালের নিয়োগবিধি সংশোধন করে (কোনো অধিকার খর্ব না করে) সঠিক নিয়োগ বিধি প্রনয়ণ করে দ্রুত নিয়োগবিধি-২০২৪ বাস্তবায়নের জন্য প্রস্তাবনা।
১.ইন-সার্ভিস প্রশিক্ষণ: বর্তমানে কর্মরত পরিবার কল্যাণ পরিদর্শিকাদের জন্য ১ বছরের ইন-সার্ভিস ট্রেনিং প্রদান করে তা ৩৬ মাস মেয়াদের সমমান হিসেবে গণ্য করতে হবে। ২. শিক্ষাগত যোগ্যতা: পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে পরবর্তী নিয়োগের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হবে এইচএসসি পাস + ৩৬ মাসের প্রশিক্ষণ অথবা স্নাতক পাস। এবং পাশাপাশি প্রস্তাবিত সংস্কার কমিশনে পরিবার কল্যাণ পরিদর্শিকার পদ, দায়িত্ব ও কর্মপরিধি সুস্পষ্টভাবে নির্ধারণ করতে হবে।
৩. পদোন্নতি কোটা বৃদ্ধি: ১৯৯৬ সালের নিয়োগবিধিতে গেজেটে বিদ্যমান পরিবার কল্যাণ পরিদর্শিকাদের জন্য সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে পদোন্নতির কোটা ৮% থেকে বৃদ্ধি করে ২০% করতে হবে।
৪. ক্যারিয়ার প্রগ্রেশন নিশ্চিতকরণ: সঠিক নিয়োগ বিধি প্রনয়ণ করে নিদিষ্ট সময়ের মধ্যে গ্রেড পরিবর্তন / পদোন্নতির সোপান তৈয়ার ও বাস্তবায়ন করতে ব্যবস্হা গ্রহণ করে পরিবার কল্যাণ পরিদর্শিকাদের পদ হইতে শতভাগ (১০০%) সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা (১০ম গ্রেড) পদে পদোন্নতির ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
এছাড়া পদোন্নতির ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষাগত যোগ্যতা বিবেচনা করে পরিবার কল্যাণ কর্মকর্তা (৯ম গ্রেড) পদ সৃষ্টি করে সুস্পষ্ট ক্যারিয়ার প্ল্যান তৈরি করতে হবে।
৫. নিয়োগ প্রক্রিয়া সচল রাখা: পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে নিয়োগ চলমান রাখতে হবে এবং অতি দ্রুত ১০৮০ জনের নিয়োগ চূড়ান্ত করতে হবে। ৬. সিলেকশন গ্রেড প্রদান: পরিবার কল্যাণ পরিদর্শিকাদের সময়সাপেক্ষ সিলেকশন গ্রেড প্রদান নিশ্চিত করতে হবে। ৭. আবাসিক ভবনের ভাড়া পূর্বের ন্যায় নিধারিত করতে হবে। ৮.অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য অতিরিক্ত ভাতা প্রদান।
তাদের এই দাবি না মানা পর্যন্ত এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন সংশ্লিষ্টদের।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/