পাহাড় ধস ঝুঁকিতে ক্ষতিগ্রস্ত পরিবারে নগদ অর্থ সহায়তা প্রদান

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
পাহাড় ধসের ঝুঁকি ব্যবস্থাপনায় পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রমের আওতায় বান্দরবান ও চট্টগ্রাম জেলার পাহাড়ি এলাকায় বসবাসরত ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

এই কর্মসূচি বাস্তবায়ন করছে এন্টিসেপ্টরি এ্যাকশন। সহযোগিতায় রয়েছে সেভ দ্যা চিলড্রেন, আর অর্থায়ন করেছে ইউরোপীয় ইউনিয়ন। এ কার্যক্রমের অংশ হিসেবে মোট ৩০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানি, ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া এবং বাস্তুচ্যুত হওয়ার মতো বড় ঝুঁকি দেখা দেয়। আগাম সতর্কতা, ঝুঁকি ব্যবস্থাপনা ও নগদ অর্থ সহায়তা দুর্গত পরিবারগুলোকে খাদ্য ও জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা করবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ি এলাকায় ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে টেকসই আশ্রয়, সচেতনতা বৃদ্ধি এবং আগাম দুর্যোগ প্রস্তুতির আওতায় আনতে পারলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর জীবন-জীবিকা রক্ষা ও দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানিয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন মনিটরিং অফিসার – বোধি প্রিয় তংচংগ্যা,প্রজেক্ট অফিসার উক্য হাই মার্মা,ফিল্ড ফেসিলিটেটর – রুবিনা আক্তার ফিল্ড ফেসিলিটেটর – মংড়ী চাক সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবুল আলা, নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য – সুজন তংচংগ্যা, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য – মা অং প্রু মার্মা,দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির স্বেচ্ছাসেবক – মোঃ রায়হান, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির স্বেচ্ছাসেবক – ওয়াই মং চাক।

এছাড়াও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন ও সোনাইছড়ি ইউনিয়নের মোট ৩০ জন উপকারভোগী পরিবার এ নগদ অর্থ সহায়তা পান।