প্রবারণা পুর্ণিমা উপলক্ষে ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ শহিদুল ইসলাম শহীদঃথানচি বান্দরবানঃমাদক দূরীকরণ শান্তি ও ঐক্যের জন্য ক্রীড়া এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলাধীন বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ (প্রবারণা পূর্ণিমা)২০২৪ উদযাপন উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৮ই অক্টোবর ২০২৪,বিকাল সাড়ে ৩ টায় উপজেলা সদরে ছান্দাক পাড়া মাঠে আমিয়াখুম একাদশ ক্লাবে সাথে খিয়াং ছাত্রাবাস একাদশ ক্লাবে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার অনুষ্ঠিত হয়েছে।

ফাইনালে খেলায় দুই দলের মধ্যে শুন্য দুই গোলের ব্যবধানে জয় লাভ করে আমিয়াকুম একাদশ জয় লাভ করে।

অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফানুস বাতি উড়িয়ে খেলার সূচনা করেন খেলা শেষে,খেলার পুরস্কার বিতরণ করেন এবং বলিপাড়া ৩৮ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃতৈমুর হাসান খাঁন পিএসসি, এসি।তিনি যুব সমাজের উদ্যেশ্য বলেন খেলা ধুলা অনৈতিক কাজ ও বিপদগ্রস্ত হতে বিরত রাখে, খেলা ধুলা বা সামাজিক প্রয়োজনে আপনাদের সাথে আছি পাশে থাকবো।

উপজেলার যুব সমাজের প্রিয় মুখ নুর মং প্রু মারমা টাইগারের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আছিফ উদ্দীন মিয়া। থানচি থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন মজুমদার‌। সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো।সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উবামং মারমাসহ যুবসমাজের নেতৃবৃন্দ সামাজিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ম্যাচের রেফারি হিসাবে অনিল ত্রিপুরা, মংপ্রু মারমা,পলাশ কান্তি মল্লিক।