ফাইতং-মানিকপুর তিনটি ইটভাটা চিমনি ভেঙ্গে গুড়িয়ে দিয়ে উচ্ছেদ করছেন পরিবেশ অধিদপ্তর

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:
লামায় ফাইতং-মানিকপুর এলাকায় তিনটি ইটভাটা এস্কেভেটর দিয়ে চিমনি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছেন পরিবেশ অধিদপ্তর। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তর পরিচালক মো. জমির উদ্দিন, ঢাকা পরিবেশ অধিদপ্তর নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিমের নেতৃত্বে ইটভাটায় চিমনি ভেঙ্গে অভিযান পরিচালনা করা হয়েছে। সহযোগিতায় ছিলেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ, বান্দরবান পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মো. রেজাউল করিম, কক্সবাজার পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক আবদুল সালাম, আবদুল লতিফ জনি, পরিবেশ অধিদপ্তরে পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন, অভিযানে সহযোগিতা ছিলেন লামা সেনাবাহিনী,র‍্যাব,ফাইতং পুলিশ,ফায়ার সার্ভিস,বনবিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীরা।

রবিবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কক্সবাজার চকরিয়া মানিকপুর এলাকায় মো.গিয়াস উদ্দিনের ইটভাটা (AMB.1 AMB.2 AMB.3) এ অভিযান পরিচালনা করেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বান্দরবান জেলা লামায় ফাইতং ইউনিয়নে ৮নং ওয়ার্ড ফাদুছড়া এলাকায় ইটভাটা মালিক, সাধারণ শ্রমিকরা কাপ*নের কাপড় পরে ভাটা না ভাঙ্গার বিষয়ে, বিক্ষোভ মিছিল করে এবং ইটভাটা মালিক ও শ্রমিকরা ইটভাটা চালু রাখার দাবিতে ইটভাটা শ্রমিকগন মানববন্ধন ও পথসভা বক্তব্য রাখেন ইটভাটা মালিকরা ও অন্যতম সমন্বয়কের নেতা ইরফানুল হক। বিকালবেলা দেখা যায় কাফ*নের কাপড় পরে রাস্তা অব*রোধ। স্থানীয়দের বাধার মুখে ফিরে গেল পরিবেশ অধিদপ্তর।

পরিবেশ অধিদপ্তরের অভিযানে গণমাধ্যমকে জানান, মানিকপুর ০৩টি ইটভাটা চিমনি ভেঙ্গে দেওয়া হয়েছে। সরকারি জমি ও জনস্বার্থ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।