

থানচি বান্দরববান: সারাদেশে একযোগে, ফিলিস্তিনের গাজায় নৃশংস গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলার সবসাধারণ ও মুসলিম তৌহিদি জনতা।
৭ এপ্রিল২০২৫ আছরের নামাজ পরে রিড ট্রেড সেন্টার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একি জায়গায় এসে মিলিত হয়।
এতে ইসরায়েলি বর্বরোচিত হামলার বিরুদ্ধে মো:আবু সামার সঞ্চালনায়,বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামী থানচি উপজেলা শাখার সভাপতি মো:আসলাম,লেখক মো:শহিদুল ইসলাম (শহিদ),মাওলানা নাছির উদ্দিন,কবি ইউনুছ।
মিছিলে হাতে হাতে ইসরায়েলি বর্বরোতার ছবি প্রদর্শন ও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছবিতে আগুন ধরিয়ে দে,বক্তব্যে বক্তাগন ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদ,পণ্য বয়কটসহ সকল মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে সোচ্ছার থাকার আহবান জানান।