

মোঃ শহিদুল ইসলাম শহীদঃ ঘড়ির কাঁটা তখন আনুমানিক পৌনে ১১ টা ফায়ার সার্ভিস গাড়ি বহর হরণ বাজিয়ে যাচ্ছে দ্রুততার সাথে,দূর থেকে লক্ষ্য করা গেল উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে আগুনের ধোঁয়া,সরজমিনে গিয়ে দেখা যায় উপজেলা পরিষদ সামনে নির্বাচন অফিস,পল্লী সঞ্চয় ব্যাংক, বালিকা উচ্চ বিদ্যালয় এর পেছনে আগুনের লেলিহান দেখা যায়, এক পর্যায়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও স্থানীয়দের সার্বিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসে।
৩ই এপ্রিল ২০২৫ সংঘঠিত অগ্নিকাণ্ডের বিষয়ে বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক যোহন ত্রিপুরা থেকে জানতে চাইলে তিনি বলেন আগুন পল্লী সঞ্চয় ব্যাংক দিক থেকে জলে জলে এদিকে চলে আসে পানির লাইন পুড়ে গেছে শুকনো পাতা হওয়ায় আগুন দ্রুত চলে আসে, উপজেলা পরিষদের কর্মচারী মন্ত্র ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানতে চাইলে হোটেলে পরিষদের কর্মচারী মন্ত্র অং বলেন আমি আগুন দেখে তার দুই তিনজন মিলে নেভানোর জন্য চেষ্টা করেছি সম্ভব না হওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দিন তবে আগুন পল্লী সঞ্চয় ব্যাংক পিছন দিক থেকে লক্ষ্য করা গেছে কোথায় থেকে এ বিষয়ে আমি অবগত না।
এই বিষয়ে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স (থানচি)টিম লিডার তরুণ জ্যোতি বড়ুয়া থেকে জানতে চাইলে তিনি বলেন দশটা সাতান্ন মিনিটে ফোন পেয়ে অগ্নিকান্ড স্থানে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই, আগুন নিয়ন্ত্রণে থাকায় কোন ক্ষয়ক্ষতি হয় নাই,আগুনের সূত্রপাত ধারণা করা হচ্ছে জঙ্গলের আগুন থেকে।
উল্লেখ্য যে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কার্যক্রম বন্ধ ছিল।