বান্দরবানের সড়ক ও জনপদ বিভাগের স্টাফ কোয়ার্টারে ছয় দিনে দুই দফায় আগুন; ৮ বসত ঘর পুড়ে ছাঁই

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত 830দিকে হঠাৎ করে সিএমবি কলোনিতে আগুন দেখতে পায় স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা যোগ দেয়। দীর্ঘ ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলে পুড়ে ছাই হয়ে যায় ৮টি বসতঘর। তবে আগুনের সূত্রপাত কীভাবে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, অর্ধকোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ বলেন, আগুনের সংবাদ পাওয়ামাত্র আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে যায়। আগুনের সূত্রপাত জানা যায়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। স্থানীয়রা জানান, সিএমবি কলোনিটিতে বান্দরবান সড়ক ও জনপদ বিভাগের অনেক পুরোনো কর্মচারীরা বসবাস করতেন। ১৯৮৭-৮৮ সাল থেকে বসবাস করা কর্মচারীও ছিলেন। এর মধ্যে একজন অবসরে, একজন অন্য জেলায় বদলি হয়ে গেলেও তাদের পরিবার এই কলোনিতে বসবাস করছিলেন। চলতি মাসের ২২ মার্চ আরিফ, মো. মোসলিম ও হাসানের ঘরে আগুন লাগে। এদিকে সোমবার একই কলোনির ড্রাইভার জাকির হোসেন,বশির,দারোয়ান মোসলেম, কাদের ও সন্তোসের ঘর আগুনে পুড়ে যায়। এ নিয়ে ছয় দিনে দুই দফায় ৮টি বসতঘর আগুনে পুড়ে গেছে।

উল্লেখ্য, এর আগে গত শুক্রবার একই এলাকায় আগুনে চারটি বসত ঘর পুড়ে যায়।