পবিত্র রমজান মাসের প্রথমদিনে বান্দরবান বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এ ইফতার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, পৌরসভার মেয়র মো. সামসুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শফিকুর রহমান, সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মার্মা, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিকসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।
আয়োজকেরা জানান, বান্দরবানের রোজাদার গরিব অসহায় এবং সমাজের খেটে খাওয়া মানুষের জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, আর সেই সঙ্গে প্রায় এক হাজার গরিব অসহায়ের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/