মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:
আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর উদ্যোগে ০২ দিন ব্যাপী জাতীয় লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম এর উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (০৩ অক্টোবর) সকাল থেকে বান্দরবান পর্যটন মোটেল কনফারেন্স রুমে কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে থেকে বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু তালেব বলেছেন, এপেক্স ক্লাব অব বাংলাদেশ মানুষ এবং মানবতার কল্যানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই ধারা নিয়মিত অব্যাহত থাকলে সুবিধাবঞ্চিত মানুষগুলো উপকৃত হবেন। আমাদের উচিত হল সমাজের অক্ষম মানুষদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং মানবতার কল্যাণে কাজ করা। আর যারা সক্ষম আছি তাদেরকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা।
এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল প্রেসিডেন্ট এপে. এ্যাড. মনিরুল ইসলাম পান্না বলেন, বাংলাদেশের প্রতিটা জেলা, উপজেলা সহ বৃহত্তর চট্রগ্রামের বিস্তৃত এলাকায় কম সৌভাগ্যবান মানুষের ভাগ্যোন্নয়নে এপেক্স বাংলাদেশ এর সদস্যরা সামর্থের সবটুকু দিয়েই মানবতার কল্যানে কাজ করে যাচ্ছেন। দূর্গম পাহাড়ি এলাকায় প্রান্তিক জনগোষ্টির মধ্যে আমাদের সেবা কার্যকম অব্যাহত রয়েছে। শুধুমাত্র বিত্তবান শ্রেণীর মানুষ নিয়ে কাজ করলে চলবে না। মানবজাতির জন্য যেখানেই সম্ভব সেখানেই কাজ করতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এপেক্স বাংলাদেশ এর ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট এপে. নাসিম আহমেদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী বান্দরবান জেলা শাখার আমীর এস.এম আবদুস সালাম আজাদ, এপেক্স বাংলাদেশ এর জাতীয় নেতৃবৃন্দ, জেলা উপজেলা থেকে আগত ক্লাব প্রেসিডেন্ট, সেক্রেটারি ও সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ'সহ প্রমূখ।
এ সময় বক্তারা আরও বলেন, ন্যাশনাল লিডারশিপ ট্রেনিং যুগোপযোগী ও প্রয়োজনীয় তথ্যসমৃদ্ধ এই ট্রেনিং জ্ঞান, মানবিক সহায়তা প্রদান ও পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের ইতিবাচক পরিবর্তনে কার্যকর ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/