বান্দরবানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বশির আহমেদ, বন্দরবান প্রতিনিধি
দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্যে ১০ই মার্চ সোমবার জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫” উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজ শামীম আরা রিনি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা।

দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে যুব রেড ক্রিসেন্টের সেচ্ছাসেবক বৃন্দরা স্বতস্ফুর্ত অংশগ্রহন করেন।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস,এম হাসান, নেজারত ডেপুটি কালেক্টর আসিফ রায়হান।

মহড়া অনুষ্ঠানে ফায়ার সার্ভিস, সিপিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, সরকারি বেসরকারি কর্মকর্তা ও উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদ কর্মীরা অংশ গ্রহন করেন।