মোঃ শহিদুল ইসলাম শহীদ, থানচি।। ২১শে জানুয়ারি ২০২৫ আনুমানিক পৌনে দুই টার দিকে জেলার বান্দরবান থানচি সড়কের জীবননগর পাহাড় এলাকায় বান্দরবান থেকে থানচি গামী একটি কভার্ড ভ্যান গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আনুমানিক আড়াইশো ফুট নিচে পড়ে যায়।
এতে গাড়িতে থাকা ড্রাইভার ও হেলপার গুরুতর আহত হয়, খবর পেয়ে জনসাধারণ ও ৩৮ বিজিবিরএকটি টহল চিকিৎসকসহ, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স দল তাদেরকে উদ্ধার করে, আহতদেরকে বিজিবি কতৃক প্রাথমিক চিকিৎসা প্রদান করে,আহতদের উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এই রিপোর্ট লেখার আগ পর্যন্ত গুরতর আহত যাদের পরিচয় জানা গেছে তারা হলেন কবির (৩৮) চরলক্ষ্মী, ডাউরি, লালমহন, ভোলা। মোঃ সোহাগ (৩০) চরলক্ষ্মী, ডাউরি, লালমহন, ভোলা।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/