বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী সরকারের কারণে মামলা, হামলা, জেল-জুলুম ও নানামুখী নির্যাতনের শিকার হওয়া বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের প্রতি সম্মান জানাতে বান্দরবান-৩০০ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরীর উদ্যোগে সম্মাননা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শহরের হিলভিউ কনভেনশন হলে সাচিং প্রু জেরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা ৭৫০ নেতাকর্মীকে ক্রেস্ট ও স্মারক উপহার প্রদান করা হয়।
এসময় বক্তারা বলেন, গত ১৭ বছর ধরে গণতন্ত্রকে স্তব্ধ রাখার চেষ্টা করা হয়েছে। বিএনপির নেতাকর্মীদের ওপর অব্যাহত হয়রানি, গুম, মিথ্যা মামলা ও দমন-পীড়ন চালানো হয়েছে। সেই কঠিন সময়ে যারা দলকে আঁকড়ে ধরে রাজপথে রয়ে গেছে, তাদের ত্যাগ, সাহস ও অবদান কখনো বিস্মৃত হবে না।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের জনগণ পরিবর্তন ও গণতন্ত্রের পক্ষে ভোট দেবেন। তারা বলেন, ধানের শীষের প্রার্থী সাচিং প্রু জেরী বান্দরবানের উন্নয়ন, শান্তি ও অধিকার রক্ষায় কাজ করবেন।
শান্তিপূর্ণ পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/