বশির আহমেদ বান্দরবান প্রতিনিধি: দূর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে বান্দরবানে মতবিনিময় করছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।দুর্গাপূজা উপলক্ষেও আওয়ামী অপশক্তি ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা নির্ভয়ে নিরাপদে উৎসব মূখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন। বাংলাদেশের প্রতিটি নাগরিক সবক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে।
আসন্ন দূর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম একথা বলেন।
সোমবার ৭ অক্টোবর সকালে শহরের গ্লান্ড ভ্যালীতে বান্দরবান জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শান্তিপূর্ণভাবে দূর্গা পূজা উদযাপন করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর হেলাল বলেন, কোনো অপশক্তি যাতে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। পতিত সরকারের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
এসময় বিএনপি নেতৃবৃন্দ পূজা উৎযাপন পরিষদের লোকজনকে সচেতন থাকতে আহ্বান জানান, একই সাথে নির্বিঘ্নে পূজা উদযাপনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজার পরিচালনায় পূজার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন কেন্দ্রীয় দূর্গা মন্দিদের আহবায়ক নিখিল কান্তি দাশ, দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রাজেশ্বর দাশ (বিপ্লব) ও সাধারণ সম্পাদক প্রতাপ বিশ্বাস সহ বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।