বশির আহমেদ, জেলা প্রতিনিধি, বান্দরবান।।
বান্দরবান পার্বত্য জেলা এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে বান্দরবান প্রেস ক্লাবে এনসিপির জেলার সদস্য সচিব মোহাম্মদ এরফানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এনসিপির জেলা আহ্বায়ক মংসা প্রু (চৌধুরী)।
এ সময় আরো উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ন সদস্য সচিব আ ছা ই ম সায়েম হোসেন, যুগ্ন আহ্বায়ক শৈক্যসিং মারমা, শার্লী মেশৈ মারমা, মো: আল মামুন, বিপ্লব চাকমা, প্রথম আলোর প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সেক্রেটারী এনএ জাকিরসহ বান্দরবানে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।
এ সময় জেলার আহ্বায়ক বলেন, মায়ের উদাহরন দিয়ে বলেন, আমার মা ভাল করে বাংলা বলতে পারেনা, আবার নিজের ভাষাও বলতে পারেনা। আসলে বান্দরবান জেলাতেই শিক্ষার অভাব। এখানকার ১২জাতি গোষ্টির সকলেই প্রকৃত শিক্ষা থেকে বঞ্চিত। তিনি বলেন, অনেকের ধারনা এনসিপির টাকা পয়সা নাই তাহলে উন্নয়ন করবে কিভাবে? আসলে উন্নয়ণ করতে মেধা আর ইচ্ছে শক্তির প্রয়োজন। আমি কথা দিচ্ছি এখানে কোন অনিয়ম হবেনা। আমরা সকলের উন্নয়নের জন্য কাজ করে যাব। এসময় তিনি সকল সাংবাদিকদের উদ্দেশ্যে করে বলেন, আমাদের ভুল ভ্রান্তি হলে অবশ্যই আপনারা আমাদের জানাবেন। আমাদের ভুল ধরিয়ে দিবেন। এসময় বান্দরবান জেলা সুবিধাবঞ্চিত সকলের উন্নয়নের জন্য কাজ করার আশাবাদ ব্যক্ত করে বলেন, এনসিপি পাহাড়ী বাঙ্গালী সকলের অধিকার আদায়ের জন্য কাজ করে যাবে।
উল্লেখ্য, গত বৃহষ্পতিবার (৪ডিসেম্বর) এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আখতার হোসেন ৬মাসের জন্য বান্দরবান জেলায় মংসা প্রুকে
আহ্বায়ক ও এরফানুল হককে সদস্য সচিব করে মোট ৮৯সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/