বশির আহাম্মদ জেলা প্রতিনিধি বান্দরবানে: প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দূর্গোৎসব। রবিবার (১৩ অক্টোবর) দুপুর ১ টায় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে উজানীপাড়া সাঙ্গু নদীতে দেয়া হয় প্রতিমা বিসর্জন।এসময় আনন্দ উৎসবে মেতে উঠেন ভক্তরা।
নারীরা একে অপরকে পড়িয়ে দেন সিদুঁর, মেতে উঠেন সিদুঁর খেলায়। বিসর্জনের সাথে সাথে নদীর তীরে তরুণ তরুণীরা বাজাতে থাকেন ঢাক ঢোল আর কাঁসা, ধূপময় হয়ে উঠে বির্সজনস্থল।
এসময় বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় দূর্গা মন্দিরসহ বিভিন্ন দূর্গা মন্দিরের প্রতিমা বিসর্জন দেয়া হয় নদীতে, সুন্দর ও সুষ্ঠভাবে দুর্গাপূজা সমাপ্ত করতে পারায় খুশি ভক্ত ও আয়োজকেরা।
এবার বান্দরবান জেলার ৭টি উপজেলার ৩২টি পূজামন্ডপে শারদীয়া দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে, আর সুন্দর ও সফলভাবে পূজা উদযাপন করতে পারায় খুশি সনাতনী ভক্তবৃন্দরা।