

বশির আহমেদ. বান্দরবান প্রতিনিধি::
ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে বান্দরবান। “আল-আকসা রক্ষায়, বর্বরতার বিরুদ্ধে” স্লোগানে সোমবার (৭ এপ্রিল) সকালে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
শিক্ষার্থী, সুশীল সমাজ, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ মানুষের উপস্থিতিতে শহরজুড়ে প্রতিবাদী সুরে মুখর হয়ে ওঠে- “ফ্রি প্যালেস্টাইন”, “গণহত্যা বন্ধ কর”, “আল-আকসা আমাদের গর্ব”। ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুনে সজ্জিত এই বিক্ষোভে অংশগ্রহণ ছিল দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষের।
সমাবেশে বক্তারা বলেন, ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয়, মুসলিম উম্মাহর আত্মার অংশ। ইসলাম ধর্মের ইতিহাস ও আবেগে জড়ানো পবিত্র আল-আকসা মসজিদের চারপাশে চালানো ইসরায়েলি বর্বরতা মানবতার পরিপন্থী। নারী ও শিশুদের রক্তে যে ভূমি রঞ্জিত হচ্ছে, সেখানে নিরব থাকা মানে অন্যায়ের পক্ষে দাঁড়ানো।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ও বান্দরবান পৌরসভার প্রশাসক এস. এম. মঞ্জুরুল হক বলেন, “এই সহিংসতা শুধু ফিলিস্তিনের নয়, সমগ্র মুসলিম বিশ্বের ওপর আঘাত। এই মানবিক বিপর্যয়ের অবসান জরুরি।”
ছাত্রনেতা আসিফ ইকবাল সমাবেশে সভাপতিত্ব করে বলেন, “আমরা ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে আছি। এই আন্দোলন নিপীড়নের বিরুদ্ধে মানবতার পক্ষে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিভিন্ন ছাত্র প্রতিনিধি, তারা বলেন- “প্রতিটি বিবেকবান মানুষের উচিত এখনই সোচ্চার হওয়া। নিরীহ শিশুদের কান্না থামাতে হলে, প্রতিবাদ থামানো যাবে না।”
সমাবেশ শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও ফিলিস্তিনে শান্তির জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
বান্দরবান থেকে ছড়িয়ে পড়া এই প্রতিবাদ যেন বিশ্বজনমত গঠনে এক ছোট্ট শহরের বড় বার্তা-মানবতার পক্ষে, নিপীড়নের বিরুদ্ধে।