মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের থানচি উপজেলার ২০২১- ২০২২ সালে কেন এন এফ সশস্ত্র গোষ্ঠীর অত্যাচার এবং নিপীড়নে শান্তিপূর্ণভাবে পাড়ায় বসবাস করতে না পারায় স্থানীয় পাড়াবাসীগণ গহীন জঙ্গল সহ বিভিন্ন স্থানে পালিয়ে যায়। জীবনের ঝুঁকি ও ব্যক্তিগত সম্পদ রক্ষায় পাড়াবাসীগণ পাড়ায় ফিরতে পারছিল না। এমন সময় পাশে এসে দাঁড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যগণ।সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশন এবং সদর দপ্তর, ৬৯ পদাতিক ব্রিগেড ও বান্দরবান রিজিয়ন এর সার্বিক দিক নির্দেশনায় সেনা সদস্যগণের সহযোগিতায় পালিয়ে যাওয়া বম পরিবারগুলো নিজ নিজ পাড়ায় ফিরতে আরম্ভ করে।
বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় বম সম্প্রদায়ের সকলে একসাথে মিলেমিশে আরম্ভ করে পাড়া পুনর্গঠনের এক নতুন যাত্রা। বাংলাদেশ সেনাবাহিনীর অনেক প্রচেষ্টার ও সহযোগিতায় ১৪ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে দিকে ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধীনস্থ বাকলাইপাড়া সাবজোনের বাকলাই পাড়ায় ১৫ টি পরিবার ফিরে আসে। এছাড়াও ২৬ অক্টোবর ২০২৫ তারিখে প্রতাপাড়ায় ৩ টি পরিবার ২০ মার্চ ২০২৫ তারিখে থান্দুই পাড়ায় ৫ টি পরিবার ও ৭ এপ্রিল ২০২৫ তারিখে সিমত্লাংপি পাড়ায় ৪ টি পরিবারসহ সর্বমোট ২৭ টি পরিবার ফিরে আসে। দীর্ঘদিন পাড়ায় না থাকায় পাড়া বাসিগণ ঠিকভাবে জুম চাষ করতে পারেননি এবং একই সাথে জুম চাষের এলাকা গুলো ঘন জঙ্গলে পরিপূর্ণ হয়ে যায়। বাকলাইপাড়া সেনা সাবজোনে পুনর্বাসনের সময় ছাড়াও নিয়মিত পাড়া সমূহের নিকটস্থ ক্যাম্প হতে প্রয়োজনীয় সকল প্রকার খাদ্য রসদ সরবরাহ করা হয়। এছাড়াও সকল স্থানীয় বম পাড়ার নিকটস্থ সেনা ক্যাম্প হতে চলমান রয়েছে মেডিকেল ক্যাম্পেইন। বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক ২৭ টি পরিবারের সকলকে প্রয়োজনীয় ওষুধপত্র ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। ২৬ -২৭ নভেম্বর ২০২৫ তারিখে বকলাই পাড়া আর্মি ক্যাম্প হতে বাকলাইপাড়া, প্রাতাপাড়া, সিমত্লাংপিপাড়া ও থান্দুইপাড়ার মোট ২৭ টি বম পরিবারের সর্বমোট ১০৫ জন জনবলের মাঝে দুর্গম পাহাড়ি অঞ্চল পেরিয়ে নিত্য প্রয়োজনীয় খাদ্য রসদ পৌঁছে দেওয়া হয়। উক্ত সময়ে বাকলাইপাড়া আর্মি ক্যাম্প কমান্ডারসহ সংশ্লিষ্ট পাড়ার কারবারি, ধর্মযাজক, শিক্ষক ও পাড়াবাসিগন উপস্থিত ছিলেন।
বরাবরের মত সকল জনপদের ভালোবাসার সেনাবাহিনী পুনর্বাসিত সকল পরিবারের পাশে রয়েছে যা স্থানীয় সকলে গর্বের সহিত প্রকাশ করেন।এছাড়াও উক্ত সময়ে পাবাসিদের সঙ্গে তাদের বিভিন্ন প্রয়োজনীয়তা এবং চলমান বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন বাকলাই পারা আর্মি ক্যাম্প কমান্ডার। বাংলাদেশ সেনাবাহিনী এবং পাড়াবাসিগণ একসঙ্গে মিলেমিশে পার্বত্য অঞ্চলকে আরো সুন্দর ও উন্নত করে গরে তুলবে যা স্থানীয় সকলের প্রত্যাশা।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/