বান্দরবানে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উৎসব; উদ্বোধন করেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

শির আহমেদ বান্দরবান প্রতিনিধি::
বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজনে প্লাটিনাম জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ২ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে উৎসবটি এক মিলনমেলায় পরিণত হয়।

শনিবার (৫ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বেলুন উড়ানো ও শোভাযাত্রার মাধ্যমে প্লাটিনাম জয়ন্তী উৎসবের দিনব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। পরে জাতীয় সংগীত ও শপথ পাঠের মাধ্যমে শুরু হয় রজত জয়ন্তীর মূল আনুষ্ঠানিকতা।

এদিনের আনুষ্ঠানিকতা জাতীয় সংগীত ও শপথ পাঠের মাধ্যমে শুরু হয়। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হতে পেরে আনন্দিত হন। অনেকেই জানান, “বিদ্যালয় ত্যাগের পর অনেক বন্ধু-বান্ধবের সঙ্গে দেখা হয়নি, আর কিছু বন্ধু না ফেরার দেশে চলে গেছেন। তবে আজকের এই মিলনমেলা আমাদের জীবনে একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।”

এদিকে প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে হাজার হাজার প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় প্রাঙ্গণ। দীর্ঘদিন পর পুরানো বন্ধু-বান্ধবদের সঙ্গে একত্রিত হতে পেরে খুশিতে উচ্ছ্বসিত আগত শিক্ষার্থীরা। প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয় ত্যাগের পর থেকে আমাদের অনেক বন্ধু-বান্ধবদের সঙ্গে দীর্ঘ বছর ধরে দেখা হয়নি। এছাড়া অনেক বন্ধু-বান্ধব মারা গেছে। অনেকে আবার চাকরির সুবাদে দেশের বাইরে রয়েছে। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আজ আমরা দেশ-বিদেশে থাকা সকল বন্ধু-বান্ধব একত্রিত হতে পেরে অনেক খুশি। এটি আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীরা এ থেকে অনেক কিছু শিখতে পারবে, বলে মন্তব্য করেন প্রাক্তন শিক্ষার্থীরা।

প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটির সভাপতি মোজাম্মেল হক লিটন বলেন, প্লাটিনাম জয়ন্তী উৎসবে দূরদূরান্ত থেকে প্রাক্তন শিক্ষার্থীরা এসেছে। এখানে প্রথম ব্যাচ ৭৫ সালের বেশ কয়েকজন শিক্ষার্থীও উপস্থিত হয়েছেন। দীর্ঘ দু’মাসের চেষ্টায় আয়োজিত প্লাটিনাম জয়ন্তী উৎসবটি প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত করেছি।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল আলম, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ্ কাওছার, জোন কমান্ডার লে. কর্ণেল এএসএম মাহমুদুল হাসানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও গুণীমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্লাটিনাম জয়ন্তীর আয়োজকরা জানায়, বিদ্যালয়ের ১৯৫০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত ৭৫ বছর পূর্তিতে ৭৫ বছরের প্রাক্তন শিক্ষার্থীসহ নতুন ও পুরাতন ২ হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানের ভালোবাসার টানে মিলনমেলায় যোগ দিতে দেশ-বিদেশে থাকা প্রাক্তন শিক্ষার্থীরাও যোগ দিয়েছেন প্লাটিনাম জয়ন্তীতে।
দিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে ছিল, থিম সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষক ও গুণীজনদের সম্মাননা স্মারক প্রদান, প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ, মধ্যাহ্ন ভোজন, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের গিফট হাম্পার প্রদানসহ নানা আয়োজন।