

বশির আহমেদ বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের আলীকদমে অষ্টম শ্রেণীতে পড়–য়া এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী স্কুল ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে বুধবার (১৯ মার্চ) অভিযান চালিয়ে অভিযুক্ত ৪ যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- জামাল উদ্দিনের ছেলে মো: করিম (১৯), নুর হোসেনের ছেলে মো. রাসেল (২১), লুদু মাঝির ছেলে আব্দুল মুবিন (২০) ও আবুল ফায়েজ এর ছেলে মো. ইকবাল (২৪)। তারা আলীকদম সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড মোস্তাক কারবারী পাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার (১৪ মার্চ) আলীকদম সদর ইউনিয়নের পাশর্^বর্তী মাতামুহুরী নদীতে গোসল করতে যায় অষ্টম শ্রেনীতে পড়–য়া এক স্কুল ছাত্রী। গোসল শেষে বাড়ী ফেরার পথে একা পেয়ে চার যুবক পাশ^বর্তী তামাক ক্ষেতে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং তা মোবাইলে ভিডিও ধারণ করেন। এমনকি এ ঘটনা কাউকে না বলার জন্য ঐ স্কুল শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের হুমকি দেয় ধর্ষকরা। পরে ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী ঐ শিক্ষার্থী আলীকদম থানায় ৪ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ বুধবার অভিযান চালিয়ে অভিযুক্ত ৪ যুবককে গ্রেফতার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা জহির উদ্দিন বলেন, ধর্ষণের শিকার এক স্কুল শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে ৪ যুবককে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।