

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি
পবিত্র মাহে রমজানে দেশ ও জাতির মঙ্গলকামনা ইফতার মাহফিল করেছে বান্দরবান হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতি। রবিবার বিকেলে হোটেল গ্রান্ড ভ্যালী হলরুমে আয়োজিত ইফতার মাহফিলে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, পরিবহণ সমিতি, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। হোটেল মোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের সঞ্চালায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সিরাজুল ইসলাম।
এসময় বক্তারা বলেন, দেবতাখুম খুলে দেওয়ায় পূর্বের তুলনায় বান্দরবানে পর্যটক বেড়েছে। এই জন্য নিরাপত্তা বাহিনী, প্রশাসন ও সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা বলেন, ব্যবসায়ীদের একতা ও সৎ উদ্দেশ্য ইতিবাচক পরিবর্তন সাধন করতে পারে। ঈদের পর থানচি ও রুমা পর্যটন স্পটগুলো খুলে দিলে সবাইকে দায়িত্বশীল হয়ে পর্যটক সেবা প্রদানের জন্য সকলের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। এসময় ইফতার অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।