মো. ইসমাইলুল করিম, বান্দরবান।।
পার্বত্য জেলার বান্দরবান পৌরসভার উদ্যোগে ‘পৌরসভা মেধাবৃত্তি পরীক্ষা–২০২৫’-এ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। সভাপতিত্ব করেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস.এম. মনজুরুল হক। অনুষ্ঠানে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে স্মারক, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “বান্দরবান পৌরসভার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের ‘পৌর প্রতিভা’ উপাধি প্রদান নিঃসন্দেহে প্রশংসনীয়। এই ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্স) জিনিয়া চাকমা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়জুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্ত।
এদিন মোট ৬৪ জন মেধাবী শিক্ষার্থীকে ‘পৌর প্রতিভা’ উপাধিতে ভূষিত করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে এস.এম. মনজুরুল হক পৌরসেবার মানোন্নয়নে জনবান্ধব বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছেন। তার ধারাবাহিকতায় শিক্ষার্থীদের জন্য এই সংবর্ধনা অনুষ্ঠানকে স্থানীয়রা নতুন মাইলফলক হিসেবে দেখছেন।
অতিথি বক্তারা বলেন, এই উপাধি শুধু একজন শিক্ষার্থীর ব্যক্তিগত অর্জন নয়—এটি তাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের জন্যও এক ধরনের সম্মান। ভবিষ্যত জীবন গঠনে এই স্বীকৃতি শিক্ষার্থীদের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
সংবর্ধনা শেষে ‘পৌর প্রতিভা’ উপাধিতে ভূষিত শিক্ষার্থীরা এবং অভিভাবকরা এ উদ্যোগের প্রশংসা জানিয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/