বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবান সেনা ইউনিট প্রশিক্ষণ মাঠে সেনাবাহিনীর ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী স্মরণীয় করে রাখতে ও সেনাবাহিনীর আজকের অর্জনকে তুলে ধরতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রীতিরভোজ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যপক থানজামা লুসাই, বান্দরবান সরকারি, বেসরকারি নানান প্রতিষ্ঠানের কর্মরত কর্মকর্তাসহ বান্দরবান জেলা ইলেক্ট্রনিক প্রিন্ট মিডিয়া সকল সাংবাদিকবৃন্দ।
এসময় সর্ব প্রথমে ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর উপলক্ষে প্রীতিরভোজ বর্ণাঢ্যা কেক কাটার দিয়ে এই আয়োজনটি শুরু করা হয়েছে।
এসময় সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ তিনি বলেন,আমি নব হিসেবে বান্দরবান সদর জোন কমান্ডার দায়িত্ব পালন করেছি। আমি আপনাদের ভালোবাসার পেয়ে মাঝে সত্যি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা থাকবেন এবং আমরাও আপনাদের পার্শ্বে আপনাদের যে কোন বিষয়ে সেবা দেবার চেষ্টায় থাকবে।
এদিকে গণমাধ্যমের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ এবং সেনাবাহিনীর সব পদবীর কর্মকর্তা ও কর্মচারীসহ সকল সেনা সদস্য উপস্থিত থেকে অনুষ্ঠানটি উপভোগ করেন। আগামী দিনের জন্য পেশাগতভাবে আরও চৌকস একটি সেনাবাহিনী গড়ার লক্ষ্যে এই অনুষ্ঠান সকলকে অনুপ্রাণিত করবে।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/