
বশির আহমেদ, বন্দরবান জেলা প্রতিনিধি ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বান্দরবান জেলা বিএনপির বর্ণাঢ্য র্যালী ও র্যালীত্তোর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (০৭ নভেম্বর) বিকালে শহরের রাজার মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়।সমাবেশে বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ দিন। এ দিনেই জনগণ ও সৈনিকরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় একত্রিত হয়েছিল।
এসময় বক্তারা আরো বলেন,৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশের গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।