 
                    
বশির আহমেদ, বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের রুমা উপজেলার গ্যালেঙ্গ্যা ইউনিয়নের পোড়াবাংলা এলাকার রুইফ পাড়ায় ভাল্লুকের আক্রমণে এক জুমচাষী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে রুইফ পাড়া এলাকায় নিজ জুমের বাগানে কলারছড়ি কাটার সময় এ ঘটনা ঘটে।
আহত জুমচাষী কাইং প্রে ম্রো (৩৪) তিনি রুমা উপজেলার গ্যালেঙ্গ্যা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রুইফ পাড়ার বাসিন্দা রুইচ্যং ম্রো’র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজের পাহাড়ি জুমে কলারছড়ি কাটার সময় হঠাৎ করে জঙ্গল থেকে একটি ভাল্লুক বের হয়ে এসে কাইং প্রে ম্রো’র ওপর ঝাঁপিয়ে পড়ে। তার চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।
গ্যালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, “নিজ জুমে কলার বাগানে কলারছড়ি সংগ্রহের কাজ করার সময় ভাল্লুকের আক্রমণে কাইং প্রে ম্রো আহত হয়েছেন। স্থানীয়দের ধারণা, ওই স্থানে ভাল্লুকের বাচ্চা থাকতে পারে। আহত ব্যক্তির চোখ ও মুখে গুরুতর আঘাত লেগেছে।”
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. দিলীপ চৌধুরী জানান চিম্বুক এলাকা থেকে ভাল্লুকের আক্রমণের শিকার একজন জুমচাষীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল আঘাত গুরুতর হওয়ার কারনে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
 
                             
               
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                     
                 
                 
                 
                 
                 
                 
                