

আবদুর রশিদ, নাইক্ষ্যংছড়িঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার রাবার শিল্পনগরী বাইশারীতে দুর্বৃত্তদের হাতে ধ্বংস হলো প্রায় শতাধিক রাবার গাছ।
গতকাল শনিবার (১৮ অক্টোবর) গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বাইশারী প্রবাসী সমবায় সমিতি লিমিটেডের ৮ নং সীটের মইংক্যের ঘোনা এলাকায় গাছগুলো কেটে দেয়।
রবিবার সকালে স্থানীয়রা জমিনে গিয়ে দেখতে পান—একটি নয়, সারি সারি করে প্রায় একশতটি রাবার গাছ কেটে ফেলা হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন জমির মালিকপক্ষ।
ঘটনাস্থল পরিদর্শনে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা গেছে। বাইশারী প্রবাসী কল্যাণ সমবায় সমিতি লিঃ এর উপদেষ্টা সাংবাদিক আব্দুর রশিদ বলেন, “রাবার শিল্পনগরীর অর্থনীতির অন্যতম ভিত্তি এই গাছগুলো—এভাবে কেটে ফেলা নিছক ধ্বংসাত্মক ও পরিকল্পিত অপকর্ম।”
ক্ষতিগ্রস্ত বাইশারী প্রবাসী কল্যান সমবায় সমিতির লিমিটেড এর সভাপতি মোঃ হামিদ উল্লাহ, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম,জাফর আলম,শাহ নেওয়াজ,আবু বক্কর ছিদ্দিক দ্রুত দোষীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মাজহারুল ইসলাম চৌধুরী জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মাসরুরুল হক বলেন আমি অবগত আছি সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন