লামায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৫ পালিত

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি :
“সমন্বিত উদ্যোগে প্রতিরোধ করি দুর্যোগ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস–২০২৫।

সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে লামা উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ হিল মারূফ, লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আব্দুল্লাহ, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও লামা পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন আবু, এবং লামা থানার তদন্ত কর্মকর্তা এনামুল হক।

আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে প্রাকৃতিক দুর্যোগ প্রায়ই দেখা দেয়। এ পরিস্থিতি মোকাবেলায় সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগ এবং জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক,সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ’সহ প্রমূখ ছিলেন।