বশির আহমেদ, বান্দোয়ান জেলা প্রতিনিধি
বান্দরবানের লামার ফাইতং ও ইয়াংছা ইউনিয়নে ৬ টি অবৈধ ইটভাটায় ১৮,৫০,০০০ (আঠার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ডারোপ করে লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর,বান্দরবান।
বুধবার ০৫ নভেম্বর লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দুপুর আনুমানিক ২ঘটিকা থেকে ৫ ঘটিকা পর্যন্ত ফাঁসিয়াখালি ইউনিয়নের ইয়াংছা PBN, BNB এবং ফাইতং ইউনিয়নে YSB, BMW, 4BM, UBN কে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক পরিচালিত এক অভিযানকালে সর্বমোট ৬ টি ইটভাটাকে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে পাহাড় থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসাবে তা ব্যবহারের অপরাধে মোট ১৮,৫০,০০০ (আঠার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ডারোপ করা হয়৷ এ সময় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ৷ সকল ইটভাটা মালিককে এরুপ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।
লামা সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ বলেন, বান্দরবান জেলা প্রশাসক স্যারের নির্দেশানায় আজ ফাইতং ও ইয়াংছা এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ৬ ধারা অনুযায়ী ৬ ইট ভাটায় ১৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান চলবে।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/