লামায় এএসআই ইমরানের মর্মান্তিক মৃত্যু

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ফাইতং পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইমরান শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, রাত সাড়ে ৭টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা দ্রুত তাঁকে পাশ্ববর্তী চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, আমি খবরটি শুনেছি তিনি অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আমি ঘটনাস্থলের দিকে যাচ্ছি। ফাইতং পুলিশ ফাঁড়ির কর্মরত সহকর্মী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এএসআই ইমরান ছিলেন দায়িত্বশীল, সদালাপী ও কর্মনিষ্ঠ একজন পুলিশ কর্মকর্তা।