লামায় তুলা চাষে আগ্রহ বাড়াতে রূপসীপাড়ায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মো. ইসমাইলুল করিম প্রতিনিধি:
বান্দরবানের লামা উপজেলায় রুপসীপাড়ায় তামাকের বিকল্প অর্থকরী ফসল হিসেবে তুলা চাষে কৃষকদের আগ্রহী করতে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে তুলা উন্নয়ন বোর্ড, ইউনিট লামা।

শুক্রবার (১৭ অক্টোবর) রূপসীপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড নয়াপাড়ায় অনুষ্ঠিত এ কৃষক প্রশিক্ষণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় শতাধিক কৃষক। রাজস্ব খাতের অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন তুলা উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক এইচ মো. কায়কোবাদ। তিনি বলেন,“তুলা একটি অর্থকরী ফসল, যা দেশের বস্ত্রশিল্পের অন্যতম প্রধান কাঁচামাল। তামাক চাষ যেমন মাটির উর্বরতা নষ্ট করে ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তুলা চাষ তেমন পরিবেশবান্ধব এবং টেকসই কৃষির জন্য গুরুত্বপূর্ণ।তিনি আরও বলেন, উচ্চ ফলনশীল তুলা জাত ও আধুনিক চাষাবাদ পদ্ধতি অনুসরণ করলে অল্প খরচে কৃষকরা তুলনামূলক বেশি লাভবান হতে পারবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন লামা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাখিলা আক্তার এবং তুলা উন্নয়ন বোর্ডের বান্দরবান অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মো. আলমগীর। তারা প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকদের তুলা চাষের কারিগরি দিক, রোগবালাই দমন পদ্ধতি ও সরকারি সহায়তার বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তুলা উন্নয়ন বোর্ড, ইউনিট লামার কটন ইউনিট অফিসার আব্দুল খালেক। তিনি জানান, “তুলা উন্নয়ন বোর্ড কৃষকদের বিনামূল্যে বীজ, সার, কীটনাশক ও অন্যান্য উপকরণ প্রদান করছে। পাশাপাশি মাঠ পর্যায়ে কারিগরি সহায়তাও অব্যাহত রয়েছে।তিনি আশা প্রকাশ করে, এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে লামা অঞ্চলে তুলা চাষের ব্যাপক সম্প্রসারণ ঘটবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকরা তামাকের তুলনায় তুলাচাষে বেশি লাভজনক সম্ভাবনা ও পরিবেশবান্ধব দিকগুলো সম্পর্কে অবগত হয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা ভবিষ্যতে তুলা চাষে আগ্রহ দেখিয়ে তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করে।