মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় দৈনিক কালবেলার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বাজারস্ত আরামবাগ রেস্টুরেন্টে কেক কাটা ও আলোচনা সভা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় দৈনিক কালবেলার লামা প্রতিনিধি বিপ্লব দাশের আয়োজনে জাকজমক পূর্ণভাবে তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করা হয়। দৈনিক কালবেলার লামা প্রতিনিধি বিপ্লব দাশ বলেন, কালবেলার নবযাত্রার তিন বছরে পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে পাঠকের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে।মানুষের বাক ও চিন্তার স্বাধীনতায় জনগণের পক্ষেই পত্রিকাটি সংবাদ পরিবেশন করে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন,বিশেষ অতিথি হিসেবে ছিলেন, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান,দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন,প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক ও জিটিভি প্রতিনিধি মোহাম্মদ ফরিদ উদ্দিন,লামা রিপোর্টাস ক্লাবের সভাপতি ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক ও দৈনিক সাঙ্গু প্রতিনিধি মোহাম্মদ বেলাল আহম্মদ,সহ সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি মাওলানা মোহাম্মদ শামসুদ্দোহা,লামা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক পূর্বকোনের প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম,আলীকদম রিপোর্টাস ক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি জয় দেব,লামা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও আলোকিত সকাল প্রতিনিধি মোহাম্মদ আবুল হাসেম,সি.সহ সভাপতি ও দৈনিক সংগ্রাম প্রতিনিধি মোহাম্মদ শাহনেওয়াজ,সাংগঠনিক সম্পাদক ও তৃতীয় মাত্রা প্রতিনিধি জাহিদ হাসান,লামা সাংবাদিক ইউনিটির সভাপতি ও নববানী প্রতিনিধি চৌধুরী মোহাম্মদ সুজন, সাধারণ সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক তামিম,সিনিয়র সাংবাদিক এস কে খগেশ চন্দ্র প্রতি খোকন, সাংবাদিক করিম এল এল বি, এনটিভি লামা প্রতিনিধি আমিনুল ইসলাম খন্দকার, সাংবাদিক শফিকুল ইসলাম,রাসেল দাশ, শফিক ইসলাম তুহিন, মোহাম্মদ হাসান,কালবেলার আলীকদম প্রতিনিধি সুজন চৌধুরী, কালের কন্ঠ আলীকদম প্রতিনিধি সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আরমান হোসেন সহ প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মঈন উদ্দিন বলেন,বস্তনিষ্ঠ সংবাদ প্রকাশের জন্যে কালবেলা ইতোমধ্যে পাঠকের মনে স্থান করে নিয়েছে। কালবেলা সেই নীতি অনুসরণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে,যা প্রশংসনীয় পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/