মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলা পরিদর্শন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিন উপজেলার সার্বিক বিষয়ে মুগ্ধতায় প্রশংসা করেছেন।
গতকাল বুধবার (০৮ অক্টোবর) দুপুরে বিভাগীয় কমিশনার লামা পৌঁছলে উপজেলা পরিষদ চত্বরে লামা থানা পুলিশ তাকে গার্ড অব অনার দেয়। এ সময় লামা উপজেলা প্রশাসক নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন ও সরকারি বিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধানগন বিভাগীয় কমিশনার ও সফরসঙ্গী বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনিকে ফুল দিয়ে বরণ করেন। এর আগে লামা ইউএনও লামা চকরিয়া সীমান্ত থেকে প্রটোকল দিয়ে আনেন। প্রশাসনিক পরিদর্শন শেষে দুপুর ২টায় বিভাগীয় কমিশনার লামা উপজেলা প্রশাসন হলরুমে দাপ্তরিক প্রধানদের সাথে মতবিনিময় করেন। পরে বিকেল ৪টায় মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স পরিদর্শন করে সেখানে 'বন রত্না' নামকরণে একটি গেস্ট হাউস উদ্বোধন করে। এ সময় চা চক্রের ফাঁকে স্থানীয় সাংবাদিকরা লামা উপজেলার পর্যটন সেক্টর ও সাধারণ মানুষের কষ্টকর জীবনযাত্রার বিষয়ে নানা দিক উপস্থাপন করেন।
বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের মনোযোগ আকর্ষণ করে সাংবাদিকরা বলেন, বর্তমানে বৃহত্তর লামায় কর্মসংস্থানের সকল পথ রুদ্ধ। কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি থাকলেও সেখানে খেটে খাওয়া মানুষের কাজের সুযোগ নেই। অপরদিকে সাম্প্রতিককালে নির্বাহী আদেশ ছাড়া ফ্রি জোত পারমিটের সকল কর্মকাণ্ড বন্ধ রেখেছে লামা বন বিভাগ। উপজেলা পরিদর্শন করলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়া উদ্দিনের ফলে শত শত শ্রমিক বেকারত্ব জীবন কাটাচ্ছেন। এর ফলে চুরি ছিনতাই বাড়ছে। অপরদিকে গাছ সৃজনকারী জোত/বাগান মালিকরাও চরমভাবে অর্থ সংকটে পড়েছেন। বর্তমানে প্রচুর পরিমাণ বৈধ জোতের কাঠ নষ্ট হয়ে যাচ্ছে। বন বিভাগ চট্টগ্রাম অঞ্চল প্রধানের সাথে সমন্বয় সাধন করে আপনার মাধ্যমে এর একটি সুরাহা হবে বলে আমরা আশা করি।
’সাংবাদিকরা বলেন, লামায় অর্থনীতির সম্ভাবনাময় দিক এখন পর্যটনশিল্প। কিন্তু এই খাতে কিছু চ্যালেঞ্জ আছে। এর মধ্যে রাস্তাঘাট না থাকা অন্যতম। বিগত তিন দশক আগে পর্যটন পুলিশের জন্য একটি স্থান নির্ধাণপূর্বক অবকাঠামো করা হয়েছিল। সেখানে এখন জনবল পুলিশ দিয়ে কার্যকর করা দরকার। সরকারিভাবে গড়ে উঠা মিরিঞ্জা পর্যটন কেন্দ্রের উন্নয়নে কাজ করা দরকার। বিভাগীয় কমিশনার এসব দাবিগুলো শান্তভাবে শুনেন এবং তিনি এসব বিষয় নিয়ে সংশ্লিষ্ট মহলের সাথে আলোচনা করে জনগণের দুর্ভোগ লাগবে উদ্যােগ নেবেন বলে আশ্বস্ত দেন।শেষে বিভাগীয় কমিশনার লামা উপজেলার ছিমছাম সুন্দর পরিবেশে মুগ্ধতায় প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনার সুনাম করে তিনি।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/