
মো. ইসমাইলুল করিম, লামা প্রতিনিধি।।
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধুইল্যাছড়ি পাড়ায় পাওনা টাকা চাইতে গিয়ে রেহেনা বেগম (৩৫) নামে এক নারী হামলার শিকার হয়েছেন। গত শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বসতবাড়িসহ জমি বন্ধক রেখে ৪ লাখ টাকা হাওলাতের চুক্তি অনুযায়ী গত ১৮ অক্টোবর থেকে এক মাসের মেয়াদ শেষে টাকা ফেরত পাওয়ার কথা ছিল রেহেনা বেগমের। পাওনা টাকা চাইতে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর হামলা চালায়।
ভুক্তভোগী রেহেনা বেগম জানান, “আমি চুক্তিপত্র অনুযায়ী টাকা চাইতে গেলে তারা ‘কিসের টাকা’ বলে প্রথমেই দা দিয়ে মাথায় কোপ মারে। এতে আমার মাথার খুলিতে গভীর ক্ষত হয়। এরপর তারা আমাকে কিল-ঘুষি মেরে গলা টিপে ধরে আহত করে।”
তিনি আরও জানান, হামলার সময় তাঁর কাছে থাকা নগদ ২০ হাজার টাকা এবং ১ আনা ওজনের স্বর্ণের নাকফুল ছিনিয়ে নেয় হামলাকারীরা। ঘটনার পর থেকে তাঁকে ও তাঁর মেয়েকে হত্যার হুমকিও দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
আহতের স্বামী জয়নালসহ প্রতিবেশীরা তাঁর আর্তচিৎকার শুনে রেহেনা বেগমকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁর মাথায় কোপের স্থানে চারটি সেলাই দেন।
অভিযোগে যাদের নাম এসেছে তারা হলেন—ধুইল্যাছড়ি পাড়ার মোশারফের ছেলে মোহাম্মদ ইউনুচ (২৬), মো. মোশারফ (৫৮), ইউনুচের স্ত্রী লাবিয়া (২২) ও মোহাম্মদ আবু। ঘটনাস্থলে উত্তেজনা বিরাজ করছে বলে জানিয়েছে স্থানীয়রা।
অভিযুক্ত মোহাম্মদ ইউনুচ ফোনে বলেন, “ঝগড়া হয়েছে ঠিক, তবে মাথায় আঘাত কীভাবে হয়েছে জানি না।” অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।
লামা থানার ডিউটি অফিসার এসআই কিবরিয়া বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”