

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া টিয়ারঝিরি এলাকায় সাধের লাউ নিয়ে স্বপ্ন দেখা হলো না বৃদ্ধ কৃষক বাদশাহর। চারাগাছ ছোট থেকে বড়ও হয়েছিল। কিন্তু গাছগুলো কারা যেন উপড়ে ফেলেছে। বর্গা নিয়ে চাষ করা জমির শতাধিক লাউ গাছে ফলন ধরেছে বেশ। কিন্তু দু-একদিনের মধ্যে বাজারজাত করার আগেই উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা।
গত শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতের যেকোনো কোন এক সময় রুপসীপাড়া ইউনিয়নের টিয়ারঝিরি গ্রামে এই ঘটনা ঘটে। অথচ বৃদ্ধ কৃষক আগের দিন সন্ধ্যা বেলায় লাউ ডগা দেখেই ফিরেছিলেন ঘরে। কিন্তু সকালে এমন অবস্থা দেখে দিশাহারা হয়ে পড়েছেন।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বৃদ্ধ কৃষক বাদশার ৩৩ শতক লাউ ক্ষেতের শতাধিক গাছের প্রতিটি ডগায় ডগায় কচি লাউ ঝুলছে। কিছুদিন পর এসব লাউ বাজারে বিক্রি করার স্বপ্ন ছিল তার। কিন্তু শনিবার সকালে ক্ষেতে গিয়ে দেখেন মাচার গাছগুলো নুঁইয়ে পড়েছে। প্রথমে ভেবেছিলেন রোদের কারণে এমনটা হয়েছে। কিন্তু পরে গাছের গোড়া উপড়ে ফেলার দৃশ্য দেখে হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন কৃষক বাদশা।
বৃদ্ধ কৃষক বাদশাহ বলেন, লাউ চাষে খরচ হয়েছে অনেক টাকা। ঠিকমতো বাজারে বিক্রি করতে পারলে খরচ উঠে লাভ হতো দ্বিগুণ। ঋণ করে চাষ করেছি। লাউ বাজারে বিক্রি করে ঋণের টাকা শোধ করবো বলে ভেবেছিলাম। এখন সব গাছ কেটে ফেলায় আমি কীভাবে ঋণ পরিশোধ করবো বুঝতেছি না। আমার সঙ্গে ওভাবে কারো শত্রুতাও নেই। কারা এভাবে আমার পেটে লাথি মারলো?
এ বিষয়ে লামা উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) মো. আশরাফুজ্জামন সোহেল বলেন,রুপসীপাড়ায় জমির লাউ গাছ উপড়ে ফেলার ব্যাপারটি আমি জানতাম না। এখন আপনার মাধ্যমে শুনলাম। উপ-সহকারী কৃষি অফিসারকে পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হবে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, লাউগাছ কাটার ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।