লামায় পাহাড় কেটে বালু উত্তোলন, এস্কাভেটর ও দুই ড্রেজার জব্দ

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি :
পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে পাহাড় কেটে মাটি ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এস্কাভেটর ও দুইটি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন।

গতকাল মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মালুম্যা,বগাইছড়ি এবং ২নং ওয়ার্ডের ফকিরাখোলা, হারগাজা ও কুরুপ্পাতাঝিরি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লামা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে বন বিভাগ,পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা ছিলেন। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগতম জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে ফাঁসিয়াখালী ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধভাবে পাহাড় কেটে ও নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে পাহাড়ি ভূমি ধ্বংস, নদী নাব্যতা হারানো ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।অভিযান চালায় মুহূর্তে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি এস্কাভেটর ও দুইটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। জব্দকৃত দুটি ড্রেজার মেশিন ঘটনাস্থলেই হ্যামার মেশিন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ বলেন,পাহাড় কাটা ও বালু উত্তোলনের মতো অপরাধ পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জড়িতদের নাম-ঠিকানা সংগ্রহ করা হয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন বলেন, পরিবেশ রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। যেখানেই অবৈধ পাহাড় কাটা বা বালু উত্তোলনের তথ্য পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।