

মো.ইসমাইলুল করিম, প্রতিনিধি:
পার্বত্য জেলা বান্দরবানের লামায় পৌরসভার জনগুরুত্বপূর্ণ প্রধান সড়কে জনদুর্ভোগ বাড়ছেই।
শুক্রবার ২২ আগষ্ট সরেজমিনে গিয়ে দেখা যায়-লামা বাজার থেকে লামামুখ পর্যন্ত সদ্য নির্মিত কার্পেটিং সড়কটি কয়েক মাস ধরেই বেহাল হয়ে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। জানা যায়, শহরে জনদুর্ভোগের এক ভীতিজনক পথ হলো লামামুখ সড়ক। তিন কিলোমিটার দীর্ঘ সড়কটির লামা বাজার থেকে কুটিরশিল্প মোড় পর্যন্ত বেহাল দশা। ফলে ভোগান্তিতে সড়কে চলাচলকারী দুটি ইউনিয়ন ও পৌর এলাকার অর্ধলক্ষাধিক মানুষজন।
স্থানীয় সূত্রে জানাযায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি’র) তত্ত্বাবধানে ২০২৪ সালে লামা বাজার থেকে লামামুখ পর্যন্ত ১৮ ফুট রাস্তা প্রশস্তকরণ করে সড়কটি কার্পেটিং করা হয়। রাস্তা নির্মাণের ৬ মাসের মধ্যেই চলাচলের অযোগ্য হয়ে পড়ে। পরে শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে পুনরায় আরসিসি রাস্তা নির্মাণ করেছে এলজিইডি। এই সড়কের বিভিন্ন জায়গায় পিচ-খোয়া উঠে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তারের বাস ভবন সংলগ্ন, পোস্ট অফিসের সামনে সড়কের পুরোটাই খানাখন্দে ভরে গেছে। চলাচলের স্থানীয়রা অভিযোগ, সড়কটিতে বড় বড় গর্ত থাকায় প্রায়ই বিকল হচ্ছে যানবাহন। এ ছাড়া ঘটছে অসংখ্য দুর্ঘটনা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মঈন উদ্দিন বলেন, জরুরি ভিক্তিতে লামা বাজার থেকে লামামুখ সড়কে ড্রেনেজ ব্যবস্থাসহ সড়কের সংস্কার কাজ শুরু হবে বলে জানান তিনি।