লামায় সচেতনতামূলক কমিউনিটি সভায়, নাগরিক সেবার বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় সরই ইউনিয়ন পরিষদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন “শিশু কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর’২৫ ইং) জিওবি খাতের এক কমিউনিটি সভা সোমবার (১৩ অক্টোবর) সকালে লামা উপজেলার সরই ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সরই ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান।

সভাপতিত্ব করেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক। প্রধান অতিথি আশরাফুজ্জামান বক্তব্য বলেন, জন্ম ও মৃত্যুর সঠিক সময়ে নিবন্ধন এবং নাগরিক সেবার বিষয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, বর্তমানে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে টাইফয়েড টিকাদান কর্মসূচি চলছে। সবাইকে এ টিকার আওতায় আসতে হবে এতে ব্যক্তিগত ও সামাজিক সুরক্ষা নিশ্চিত হয়।

সভাপতির বক্তব্যে সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক সরকারপ্রদত্ত বিভিন্ন সেবা ও সচেতনতামূলক বিষয়ে আলোচনা করেন। তিনি সর্বজনীন পেনশন স্কিম, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য শিক্ষা, পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধ, ডেঙ্গু প্রতিরোধ, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধসহ নানা বিষয় তুলে ধরেন।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, নারী প্রতিনিধি ও শিক্ষার্থীরা সহ প্রমূখ। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তাঁরা সরকারি সেবা, সুযোগ-সুবিধা ও নাগরিক অধিকার সম্পর্কে আরও ভালোভাবে জানতে পারছেন বলে জানান তারা।