

মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:
পার্বত্য জেলা বান্দরবানের লামায় সড়কের পাশের ঝোপ থেকে আশরাফুল ইসলাম (১৮ মাসের) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ২৭ আগষ্ট বিকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউপির পাগলির আগা সড়কের পাশের ঝোপ থেকে শিশু মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আশরাফুল ইসলাম (১৮ মাসের) এই এলাকার মোহাম্মদ ইলিয়াস ও সাজেদা বেগম ছেলে বলে জানা গেছো।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়,গত রবিবার (২৪ আগষ্ট) দুপুরে শিশু আশরাফুল ইসলাম বাড়ির আঙ্গীনায় খেলছিল। তার মা বাড়ির কাজ শেষ করে ছেলেকে আঙ্গীনায় দেখতে না পেয়ে পাশ্ববর্তী লোকজনসহ কয়েকদিন ধরে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে বিকেলে সড়কের পাশে ঝোপের ভেতর থেকে পচা দুর্গন্ধ আসায় মরদেহের সন্ধান পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে লামা থানা পুলিশ।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান আছে।