মো. ইসমাইলুল করিম, প্রতিনিধি:
পার্বত্য জেলার বান্দরবানের লামায় দীর্ঘ ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে অবশেষে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার (২৯ অক্টোবর) দিনগত রাতে ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের লাইল্যারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন এই আসামি। গ্রেফতারকৃত আসামির নাম মনোয়ার আলম প্রকাশ মনু আলম (৫০)। তার পিতার নাম আবুল সামা এবং সাং লাইল্যারমার পাড়া, ৩নং ফাঁসিয়াখালী, লামা। তিনি লামা থানার মূলতবী গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।
লামা থানা পুলিশের সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লামা থানার উপ-পরিদর্শক (এসআই/নিরস্ত্র) রিয়াদ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। দলে আরও ছিলেন সহকারী উপ-পরিদর্শক (এএসআই) এমরান ভূইয়া, এএসআই প্রকাশ ঘোষ এবং ফোর্স সুজন মিত্র। দলটি ফাঁসিয়াখালী ইউনিয়নের লাইল্যারপাড়া এলাকায় সফলভাবে অভিযান চালিয়ে আসামি মনোয়ার আলমকে গ্রেফতার করা হয়।
লামা থানা পুলিশ জানিয়েছে, একটি মামলায় আদালতের দেওয়া ১৭ বছরের সাজা হওয়ার পর থেকেই আসামি মনোয়ার আলম প্রকাশ মনু আলম আত্মগোপন করে ছিলেন। তার বিরুদ্ধে মূলতবী গ্রেফতারী পরোয়ানা জারি ছিলে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন,আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে আমরা অত্যন্ত সতর্কতার সাথে আটক করে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান তিনি।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/