বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানে বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে প্যাগোডাভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম ৩য় পর্যায়ের শিক্ষক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৬ জানুয়ারি) বান্দরবান পৌরসভার উজানি পড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে আয়োজিত শিক্ষক সম্মেলনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুঃ আবদুল হামিদ জমাদ্দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন,জেলা পুলিশ সুপার সৈকত শাহীন,জেলা পরিষদের মূখ্য নির্বাহী মাসুম বিল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ভাইস চেয়ারম্যান, সুপ্ত ভূষণ বড়ুয়া,প্যাগোডাভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৩য় পর্যায়ের প্রকল্প পরিচালক ও উপসচিব, মোহাম্মদ শাখাওয়াত হোসেন,উজানী পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ডঃ সুবর্ণলংকারা মহাথেরো সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা শিক্ষক শিক্ষিকা বৃন্দ।
শিক্ষক প্রতিনিধিরা জানান, এই কার্যক্রমের শুরু থেকেই শিক্ষকদের মাসিক সম্মানী ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিলো যা এখনো পরিবর্তন করা হয়নি। তাই শিক্ষক প্রতিনিধিরা মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি করার প্রস্তাব রাখেন। প্যাগোডাভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ৩য় পর্যায় শীর্ষক প্রকল্পের আয়োজনে প্রাক-প্রাথমিক শিক্ষা এবং ত্রিপিটক শিক্ষা প্রকল্প বাংলাদেশের সকল জেলায় চলমান রয়েছে।
জেলায় বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা, থানচি, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়িতে মোট ৫০টি প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্র ও ১৪ টি ত্রিপিটক শিক্ষা কেন্দ্র রয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রীপরিষদের সচিব মোঃ মাহবুব হোসেন এই শিক্ষা কার্যক্রমকে বেগবান ও এগিয়ে নেওয়ার জন্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সহ সকলের সহযোগিতা কামনা করেন।
দেখছি যা বলছি তা
https://dainikalokitopahar.com/